বাবা হারানোর যন্ত্রনাটা পেয়েছিলাম সেই ছোটবেলায়
হয়েছিলাম তখন দিশেহারা,চারিদিকে শুধুই অন্ধকার
অনেক মানুষের নতুন মুখের দেখা পেয়েছিলাম তখন
হয়েছিল তখন অনেক কষ্ট,কিন্তু দুনিয়াটা চিনতে পেরেছিলাম তখন
বাবা ছাড়া কত যে কষ্ট,বুঝতে বাকি রইল না আর ক্ষণে ক্ষণ
হাজারো কষ্ট হলেও মুখ খোলার সাহস হত না আর তখন
বাবার আশীর্বাদে দেখতে দেখতে সময় গেল অনেকক্ষণ।
এখন হয়েছি আমরা স্বাবলম্বী,কষ্ট নাই আর এখন।
বাবা ছাড়া এতোবছর আছি একইভাবে
বাবা শূন্য জায়গাটা যে পূর্ণ হবেনা আর কোনোভাবে।