ক্ষতবিক্ষত দেহ পরে আছে ক্ষেতের ওপাশে
যন্ত্রণায় কাতর হয়ে ডাকছে মা মা করে
মা-মেয়ে দু'জনই ছিল একই খেতের দুই প্রান্তে
মা কি জানতো তার মেয়ে পড়ে আছে জীবন লড়াইয়ের শেষ প্রান্তে..
রাক্ষস দলের মুখে পড়লো কচিকাঁচা এই মেয়েটি
ছিঁড়ে ছিঁড়ে খেলো ওরা কচিকাঁচা ওর দেহটি
কত কষ্ট কত যন্ত্রনা সহ্য করে পড়েছিল মেয়েটি
মা খুঁজতে খুঁজতে দেখতে পেলো মেয়ের ক্ষতবিক্ষত এই দেহটি
সাথে সাথে নিয়ে গেলো হাসপাতালের বেডে
কিন্তু শেষরক্ষা ছিলো না যে তার কপালে
শেষ হয়ে গেলো এই তরতাজা প্রাণটি কয়েক ঘন্টার মধ্যে
ন্যায় পাওয়ার শেষ আশায় পরিবার হলো পুলিশের দুয়ারস্থ
কিন্তু কি করে বুঝবে ওরা পুলিশও যে ছিলো রাক্ষস দলের পোশাস্থ
রাএিনেশায় মা-বাবাকে ঘর বন্ধ করে জ্বালিয়ে দেওয়া হল মেয়ের মৃতদেহকে
শেষ দেখাও দেখলো না মা-বাবার তার প্রিয় মেয়েটাকে।


প্রতিদিন কত মেয়ে হচ্ছে নররূপী রাক্ষসের শিকার
যতদিন থাকবে রাক্ষসের সাথে রক্ষকের জড়িত
ততদিন কমবেনা এই শিকার...