মানুষ না হয়ে আমি হতাম যদি নদী
বয়ে যেতাম শুধুই যে দিকে থাকত আমার গতি।
জীবনে তখন থাকতো না ব্যস্ততা,
থাকতো না কোনো কর্ম।
জীবনে তখন থেকেযেত শুধুই এগিয়ে চলার পর্ব।
বইতে বইতে দেখতাম আমি পাড়ে ছোট্টদের খেলা
দেখতাম আমি আমার পাড়ে,
ছোটো-বড়োদের ঘুরে বেড়ানোর পালা।
হঠাৎ কোনো দিন শুনতে পেতাম,
কারও কান্না আমার তীরে।
সামনে গিয়ে দেখতাম তখন,
কেউ চলে গেছে ঘুমের অঘোরে।
বয়েই যেতাম শুধুই আমার গতিপথে।
আমার বুকে সঞ্চিত সেই বালি নুড়িদের সাথে।
শরৎ এলে দেখতে পেতাম,
আমার তীরে কাশের মেলা।
কুলুকুলু শব্দে বলতাম তখন,
এবার যে শারদীয়া পূজোর পালা।।