সংস্কৃতের আমি ছাত্রী বলে,
সংস্কৃতের নৌকা বাই রে।
সংস্কৃত আমার আশা ভালোবাসা,
তাই সংস্কৃতের গান গাই রে।
সংস্কৃত পড়েই শিখেছি আমি সত্য কথা বলতে।
ভালো মন্দ বিচার করে সৎ পথে চলতে।
দর্শণ আমায় শিক্ষা দিল ভালো জিনিস দেখতে।
সব জিনিস বিচার করে লোভ ছুঁড়ে ফেলতে।
পিতা,মাতা,ও শিক্ষক মহাশয় হলেন আসল দেবতা
এই কথাটি আমি বেদ থেকেই পাই রে।
বাকি দেবতারা অকেজো আজ,
তাদের হাতে কোনো ক্ষমতায় নাই রে।
এত সুন্দর বিষয় হয়েও এই সমাজে সংস্কৃতের,
আজ সম্মান কোন নাই রে।
এই জন্য খুন ডাকাতি,নারী নির্যাতন রুপ,
অসভ্যতা এই সমাজে দেখা যায় রে।
সংস্কৃত আমার সম্মান,পরম পুণ্যের ধন।
তাই তো আমি সংস্কৃত সেবায়,
সতত নিয়োগ করেছি মন।
সংস্কৃতের জন্য গর্ব আমার,উচ্চ করি মাথা
কেননা সংস্কৃতের সেই অমর বাণি গুলি,
হৃদয়ে আমার গাঁথা।
সংস্কৃতের আমি ছাত্রী বলে,
সংস্কৃতের নৌকা বাই রে ।
সংস্কৃত আমার আশা ভালোবাসা,
তাই সংস্কৃতের গান গাই রে ।।