একটি নদী সমুদ্রের কাছে এসে বলল
একমুঠো জল দিবি ?
সমুদ্র বলল,পাগল কক্ষনো না।
একচিলতে অন্ধকার,এক কালি
চাঁদের কাছে গিয়ে বলল
একমুঠো জ্যোৎস্না দিবি ?
না বাবা,একটুও নয়
বরং কলঙ্ক নিয়ে যা।
একটি কিশোর বাতাসকে গিয়ে বলল
একমোঠো ঝড় দিবি ?
বাতাস নিজেই ঝড় হয়ে
কোথায় হারিয়ে গেল।
সদর দরজায় দাঁড়িয়ে ক্লান্ত মা
গর্ভস্থ সন্তানকে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে বলল
একমুঠো ভাত দিবি ?
প্রত্যাশা,খুব কম।
প্রাপ্তি ? আরো কম,
জীবন এরকম ।।