খুব সকালে মাঠের ধারে হাঁটছি তখন পথে,
শিশির ভেজা ধানের খেত খাচ্ছে হাওয়ায় দোল।
সূর্য্যিমামা সকাল সকাল পরেছে রাঙার চোল।
দূরেই দেখি গাছ গুলি সব দাঁড়িয়ে সাথে সাথে।
দল বেঁধে চাষীর মেয়েরা আসছে মাঠের কাছে,
ধীরে ধীরেই মাথার উপর উঠেছে দিবাকর।
কম্পিত চোখে আচমকা দেখি কত দুর্ভিক্ষ ঘর।
লজ্জাবতীর গাছগুলো সব কুঁকড়ে আছে লাজে।
নদীর তীরে খেলছে বসে কিছু বালকের দল,
ফেরিওয়ালা গ্রামের মধ্যে বারে বারে শুধু হাঁকে।
রাখাল বালকের দল গরু নিয়ে আসছে ঘরে।
মৃদু বাতাসে আসছে বয়ে পাখিদের কোলাহল।
সূর্য্যিমামা অস্ত গেছে ওই বাঁশবাগানের ফাঁকে।
নব বধূ শঙ্খ বাজায় তুলসি মঞ্চে গৃহ দ্বারে।।
(প্রেত্রার্কীয় সনেট,অক্ষর বৃত্ত,মহাপয়ার,চরণ-চৌদ্দটি, অন্তমিল= কখখক:কখখক::গঘঙ:গঘঙ)
খুব সুন্দর কবিতা । গ্রামের পটচিত্রের বিশ্লেষণে অপূর্ব সনেট । শুভেচ্ছা রইল । ভালো থেকো, সুস্থ থেকো ।
সুন্দর লেখা। চালিয়ে যান।
খুব সুন্দর হয়েছে
দারুন ,সত্যি সুন্দর লেখা।
মন ছুঁয়ে গেল
অপূর্ব সনেট। মুগ্ধ হলাম পাঠে।
শুভেচ্ছা আগামীর । ভালো থাকবেন কবি।
আপনার লেখাগুলো যথেষ্ট সমৃদ্ধ ।ভালো থাকবেন
অনবদ্য কবি। অত্যন্ত সুন্দর গ্রাম এবং প্রকৃতির বর্ণনা । মুগ্ধ হলাম।
অসাধারণ প্রকৃতির বন্দনা। প্রকৃতির প্রতি নিগাড় প্রেম না থাকলে কবিসত্তা পরিপূর্ণতা পায় না। অনবদ্য লিখেছেন প্রিয়
সুন্দর গ্রামের চিত্র ফুটে উঠেছে কবিতায়।ভালো লাগলো।
শুভেচ্ছা প্রিয় কবিকে।
অনবদ্য লিখনি,
শুভেচ্ছা জানবেন কবি।
অপরূপ গাঁয়ের চিত্রাঙ্কন,মন ছুঁয়ে গেল।
অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
ভালো থেকো।
অপূর্ব প্রাকৃতিক সভায় সনেট কাব্য
অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
প্রিয় কবির সু্ন্দর প্রশংসনীয় প্রচেষ্টা। দোয়া করি আরো সামনে এগিয়ে যাবেন। শুভকামনা সতত।
গাঁয়ের জীবন্ত চিত্র হৃদয় ছুঁয় গেল
প্রিয় কবির অনন্য কাব্য প্রয়াসে।
মুগ্ধতা হলাম, শুভ কামনা
রেখে গেলাম।
অনুপম গ্রাম্য চিত্র! খুবই সুন্দর।
প্রানবন্ত এক চিত্র ফুটে উঠেছে।
প্রকৃতির ছোয়ায় অনন্য উপহার।
শুভেচ্ছা রইল সতত প্রিয় কবি।
খু্ব সুন্দর হয়েছে! কবি! সত্যি দারুন! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
অপূর্ব সুন্দর প্রকৃতির ছবি কাব্য কথায়। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
সুন্দর সনেট। ভালো লিখেছেন। অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সম্মানীয়া কবি।
ভালো ভাবনার সনিটীয় প্রকাশ। বেশ ভালো।
ভালো থাকুন। সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
ভালো ভাবনার প্রকাশ ।শুভেচ্ছা কবিকে ।
অভিভূত, প্রকৃতির ঊপর সুন্দর সনেট কাব্যে ।
অশেষ শুভেচ্ছা প্রিয়কবি ।
অশেষ মুগ্ধতা থাকল কবিজি
দারুণ রচিলেন কবি৷ শুভকামনা৷
সুন্দর গ্রাম্য চিত্র।। অপূর্ব অনবদ্য লেখনীতে মুগ্ধতা।
হার্দিক শুভেচ্ছা জানবেন সম্মানিত কবি।