নিত্য ধরণী বুকে নতুন প্রভাত
নব চিন্তার সাথে করাই সাক্ষাত।
কুসুমের কলি হাঁসে আজ তোমার কারণ
সবুজের বুকে প্রাণ আনে শিশিরের আবরণ।
দিনের শুরুতে যে সুর ধরে কোয়েলের স্বরে
মনে হয় ছুটে যায় ওপারের প্রান্তরে।
সুস্থতার আভাস আনে প্রবাহ প্রভাত।
সুন্দর কি সুন্দর হয় যদি না থাকে কুৎসিত
রাত্রি যদি নাহি থাকতো হতো কী প্রভাতের জয়গীত
পৃথিবীর সৃষ্টি অপরুপ দৃষ্টি দোষ কী কাহারো
দিবা রাত্রি পৃথক হয় কী শত প্রহারো।
নিদ্রা ক্লান্তি সবই আসিবে কী রাত্রি বিনে
শেষ মেষ ভেবে দেখি ভালো খারাপ মিশে আছে
জীবনের প্রতিক্ষণে।।