বিদ্যার সাগর,দয়ার সাগর কী যে বলি তোমায়,
সব দিক থেকে সমান গুণী,
তাই তো আমরা তোমায় মানি।
দিশাহারা পথে তুমি পথ দেখালে।
সকল নারীর মধ্যে তুমি জ্ঞানের আলো জ্বালালে।
শিক্ষার আলোক প্রদীপতুলে ধরলে তাদের সমানে তুমি।
আজ সেই শিক্ষিত নারী,গর্ব করছে ভারতভূমি।
বাল্যবিবাহ,বহুবিবাহ করলে তুমি রোধ,
জ্ঞানের প্রজ্জ্বলিত শিখা তুলে,
জাগালে মানবিক মূল্যবোধ।
নারীদের জন্য তুমি কি না করেছ,
মনের মাধুরী মিশায়ে তাদের নতুন জীবন দিয়েছ।
ছিল যারা বন্দিনী চার দেওয়ালের মাঝে,
যুক্ত আকাশ ডানামেলে আজ তারা নিত্য নতুনসাজে
জাগিয়েছো প্রেরণা,দিয়েছো ভরসা,
হয়েছো তাদের আলোর পথের দিশারী।
দুচোখে স্বপ্ন দিয়েছো,
করেছো তাদের তুচ্ছ থেকে মহীয়সী নারী।
ঘন কালো অন্ধকারময় জীবন থেকে,
তাদের এনেছ তুমি তুলে।
শতকোটি প্রনাম জানায় তোমায়,
চুমি তব পদধূলি।।