দীর্ঘ বিরহের পর আবার যখন
ঠোঁটে ঠোঁট চেপে বসে
আমি টের পাই
তোমার ঊরুসন্ধি ঠোঁট ও ফুলে উঠে
(খরা মৌসুমে পানি পাওয়া শস্যের মতো)
তীরফলা লুফে নিতে।


কিন্তু আমার ভয় হয় প্রিয়তমা!
তুমি আছতো আগের মতো?
নাকি একই জমিতে বীজ পু্ঁতেছে অন্য কেউ?