ভালবাসি ভালবাসি বলে
             যে যোদ্ধা ইতস্তত লাঙল চালায়
সরিসৃপ প্রাণের উপর
             মণির চাষ করবে বলে
সে আজ হেয়ালি দাঁড় বায়।।


নিজের বুক চিরে নেমে গেছে
              কোন গভীর গিরিখাতে
কষ্টের নীলাভ রেললাইন।।


অযাচিত সুখের পাইরার
                   বিলাসী প্রস্তাব
সে নাকি জীবনভর
                  এপথেেই চড়বে
আগাম কেটে নেবে
                 দু:খের টিকিট।।
          ★★★★★