ভুলের বুকে ফুলের জন্ম
না ফুলের বুকে ভুল
ঠাহর করতে পারিনা...


নিঃশব্দে ক্ষরণ চলছে শুধু
ভুল থেকে ফুলের পাঁপড়ি
কিংবা ফুল থেকে ভুলের অক্ষর


ক্ষরণ চলছে...
হৃৎপিন্ডের কেন্দ্র থেকে
নীল কালচে দুঃখের অক্ষর
তোমার দাবানলে পুড়ে যাওয়া সবুজ শ্বাস প্রশ্বাস
কখনো ধুসর কখনো মৃত্যুর রঙে রূপ বদলায়


গণতন্ত্রের বুকে স্বৈরতন্ত্রের জন্ম
না স্বৈরতন্ত্রের বুকে গণতন্ত্র
ঠাহর করতে পারিনা...


হে মহান চাষী
তুমি গণতন্ত্র চাষ করতে গিয়ে
ভুলকে ফুল ভেবে স্বৈরতন্ত্রের বুকে
গণতন্ত্রের বীজ পু্ঁতে দাওনিতো
নাকি জনতার নিড়ানিতে গণতন্ত্রের আগাছা
পরিষ্কার হয়ে যাবে ভেবে রেখেছ
ক্ষমা কর হে চাষী
ব্যর্থ আমরা। সঠিক সময়ে নিড়ানি পড়েনি
আগাছাগুলো গণতন্ত্রের টুটি চেপে ধরেছে
বুক থেকে শুষে নিচ্ছে রক্ত...


চাষী তোমার প্রাণের গনতন্ত্রে পঁচন ধরেছে
গনতন্ত্র আজ ইনকিউবেটরে।


ত্রিশ বছর পর গনতন্ত্র হাঁটতে শিখল
আগাছা পরিষ্কার হয়নি এখনো
গনতন্ত্রের গায়ে গা ঘেষে বেড়ে উঠছে দিব্যি...


হে জনতা, জনতা আমার
আস নিড়ানি হাতে সবাই মাঠে নামি
শহিদজননীর ইশতেহার হৃদয়ে ধারণ করি
উপড়ে ফেলি রাজাকারের শিকড়শুদ্ধ বটবৃক্ষ।


এবার মনে হবে
ফুলের বুকে ফুলের জন্ম
গনতন্ত্রের বুকে গনতন্ত্র।।
     ★★★★★