ধর্মীয় সঙ্গীত
(রচনা এবং সুর)
          এ, কে, এম, মোস্তাফিজুর রহমান
           নরসিংদী,১১/০৬/২০২০
----------------------------------------------------
কেউ জানিনা কেউ জানেনা
কে যাবে ভাই কার আগে
দুনিয়া ছেড়ে


বাবার আগে ছেলেগো যায়
ছেলের আগে বাবা
মায়ের আগে মেয়েগো যায়
মেয়ের আগে মা।


দিন দুনিয়া করে করে
পেরেশানি মন
বাড়ি গাড়ি টাকা কড়ির
লোভে হলি খুন।


কোন মুখে তুই যাবিরে মন (২)
অন্ধকার ঐ কবরে
যেতে হবে ...


দম্ভভরে এই দুনিয়ায়
চলিস পদে পদে
এখন কেন বন্দী তবে
করোনারই ভয়ে?
কোথায় গেল দম্ভরে মন
কোথায় অহংকার
ভাইবেড়াদর কেউ পাশে নাই
জানাজা পড়ার।


ভবলীলা সাঙ্গ হলে (২)
এই ভবের কী দাম আছে
যেতে হবে ...


কেউ জানিনা কেউ জানেনা
কে যাবে ভাই কার আগে
দুনিয়া ছেড়ে


সময় থাকতে তালাশ কর
ঐ রাসূলের পথ
দমেদমে লা ইলাহা
ইল্লাল্লাহু বল।
পাহাড় সমান গোনা নিয়ে
হতাশ হবি যখন
আল্লাহ্ বলে দেখ বান্দারে
লা ইলাহার ওজন ।


এই কালেমা পাড় করিবে (২)
রোজ হাশরের ময়দানে
যেতে হবে


কেউ জানিনা কেউ জানেনা
কে যাবে ভাই কার আগে
দুনিয়া ছেড়ে


জান্নাত যদি পেতে চাস মন
সালাত কায়েম কর
সালাত শেষে হালাল রুজির
তালাশ এবার কর।
পরনিন্দা পরচর্চা
করিস কেন বল
নামাজ রোজা সবই তোমার
হবে রে বিফল।


ঈমান আমল সবই যাবে (২)
মা বাপ যদি নারাজ রয়
জান্নাত মার পদতলে জানিবে নিশ্চয়।।


কেউ জানিনা কেউ জানেনা
কে যাবে ভাই কার আগে
দুনিয়া ছেড়ে ...যেতে হবে
দুনিয়া ছেড়ে ...যেতে হবে ।।