(উৎসর্গ: মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমজীবী মানুষদের যাদের শ্রম ঘামে আমাদের আয়েশি জীবন)
-------------------------------------------------
এই যে ভদ্দরনোক!
কই যান খাড়ান দেহি
হিসাবটা ইড্ডু চুকাইয়া যান
খুবতো হাওয়ারি দেহাইয়া
আমার গালটারে পিত্তিক সম্পত্তি ভাইবা
জমি রেজিস্টারির মতো ফিঙ্গার পিরিন্ট দিলেন
আমি যদি এহন ফুট পিরিন্ট এর কথা ভাবি?


কহনো ভাইবা দেখছেন?
দু'কলম লেহাপড়া জানা
তিনজন শিক্ষিত লোক আমার ঘাড়ে
কোন কিছু না বইলাই সওয়ার হইলেন
হুকুম করলেন চল!
আমিও মূরুখ্য মানু হুকমের দাস
চললাম...
বিনিময়ে পাইলাম কী? না হয়
দশটা ট্যাহা বেশি চাইলাম
তাই বইল্যা কতা নাই  বার্তা নাই
আমার উপর চড়াও হইবেন?
এই যে আমনেরা ঈদে-চান্দে
টেরেনের টিকেট কালোবাজারি করেন
বাসের টিকেটের দাম ডাবল করেন
আমরা তহন কী করি? সারাবছর
গতর খাডাইয়া কিছু ট্যাহা জমাই
হেইডা নিয়া টেরাকে উডি গরুর লগে
আর আমনেরা? দিনে ডাক দিলেই
বউরে ফোন দেন। ভুনা খিচুড়ি কর
ইলিশ ভাজ, গরুর কালাভুনা কর
দশরহমের আচার কর তাও শেষ হয় না...


একবারও ভাবেন না আমরাও
খেতার তলের নরম ওমটা মাটিচাপা দিয়া
বিষ্টি মাথায় রাস্তায় নামি এই আশায়
দুইডা চাইল ডাইলের লগে একটা বয়দা ভাজি
যদি মিলাইতে পারি....
আর আমনেরা ফিরেন পকেট ভইরা
বিশ ট্যাহার পিয়াজ একশ বিশট্যাহা
বানাইয়া তিপ্তির ঢেকুর তুলেন।


আমনেরা খালি আমার লগেই দিকদারি করেন
তা না আমনেরা ঘর খান, পর খান
সমাজ খান, সংসার খান
খাল-বিল, নদী-নালা দখল করেন
ব্যাংক উজাড় করেন, তাতে আমার আপিত্তি নাই
যা খুশি করেন....
কিন্তু আমার লগে চলবেনা।
চক্ষের ক্ষিধা মিটাইতে মেরুদণ্ড হারান
তাতে আমার কিছু যায় আসেনা
আমি মেরুদণ্ড হারাইতে পারুম না
এইডা সোজা না থাকলে প্যাডেল ঘুরবে না
প্যাডেল না ঘুরলে আমার জীবন চাক্কা
থাইমা যাইব। কাজেই হিসাব পাক্কা
মাফ চান। হাত জোড় কইরা মাফ চান
আমার কাছে না জাতির কাছে।।
        ★★★★★