৭/১১/২০১৭


রইছ দৌড়ায়
থেমে থেমে দৌড়ায়
জীবনের হাতছানি না মৃত্যুর কাল থাবা
তাড়িয়ে বেড়ায় সে বুঝে না।


রইছ শুধু দৌড়ায়
এগার বছরের জুতাবিহীন কচি দুটি পা
আর পারে না। একটু বিশ্রাম চায়...


রইছ তবুও থামে না। গত তিন দিন
এভাবেই চলছে। এক নিস্তব্ধ ভোরে
বর্মী হায়েনার রাইফেলের হুইসেলে
বাবার আর্তচিৎকার প্রিয় কুকুরের
প্রতিবাদী কণ্ঠ ছাপিয়ে কানে ভেসে আসে
দুটি শব্দ :
ভাগ বাপজান ভাগ, বাংলাদেশত যা


এ যেন হিরোশিমা, কেয়ামতের ময়দান।
চারদিকের আগুন, গুলি, হাজারো আর্তনাদ
পেছনে ফেলে রইছ দৌড়ায়, দৌড়ায় প্রিয় কুকুর...


পড়ে রয় মা-বাবার খুবলে খাওয়া দেহ
বর্মী আর্মীর নারকীয় হত্যাযজ্ঞ
নোবেল কলংকিত মানবতা - সূচি
এক দানবীয় হিটলার।


বাংলাদেশ কত দূর; আর কত দূর?
মানবতা কত দূর; আর কত দূর?


রইছের সম্বল বলতে একটি ফুটবল
সঙ্গী সেই প্রতিবাদী কুকুর আর
জনাবিশেক পরিচয়হীন আপনজন। গন্তব্য...


বাংলাদেশ কত দূর; আর কত দূর?
ঈশ্বর কত দূর; আর কত দূর?
বেঁচে থাকা আর কত দূর?


রইছ দৌড়ায় বেঁচে থাকবে বলে
রইছ দৌড়ায় বাংলাদেশ দেখবে বলে
রইছ দৌড়ায় মানবতা দেখবে বলে।


পেছনে পড়ে রয় নাফ নদী
জান্তব সূচি আর...
প্রিয় মাতৃভূমি।।