------- ১১/১১/২০১৭


কী এক অদ্ভুত মায়াবী আভার আড়ালে
জেগে আছে চাঁদ। সপ্তর্ষির চাদরে লুকিয়েছে মুখ।
জেনে গেছে রইছদের পালিয়ে যাবার সময়
আলোর ফুয়ারা হাতে দাঁড়িয়ে থাকতে নেই।


আবছা আঁধারে নৌকার গলুইয়ে পা রাখে রইছ
শীর্ণ দেহখানি এলিয়ে পড়ে ক্লান্তির ভারে।
তীব্র ব্যাথায় ককিয়ে উঠে। বাবার একমাত্র স্মৃতি
বলটা ছিটকে পড়ে পানিতে।


পরম মমতায় দুটি হাত বুকে টেনে নেয় রইছকে
ব্যাথা ভুলে ফেলফেল চোখে তাকিয়ে রয়
হায় বিধাতা! আর কত বিস্ময় তুমি
লুকিয়ে রেখেছ জীবনের পরতে পরতে...


পাড়ে থাকা কুকুরটি বিরামহীন ডেকে যায় করুণ স্বরে
রইছ নেমে যায় নৌকা থেকে। বল আর কুকুর  যে
বড় নিয়ামক এই জীবনের। শত শত বিষ্ফোরিত চোখ
উপেক্ষা করে ছুটে যায় সন্তান হারা মা।


রইছ দ্বিধায় পড়ে। হায় করুণাময়! আর কত
জীবনলাটাই খসে পড়বে তোমার আঙিনায়?
মায়ের হাত ধরে ফিরে আসে। বাংলাদেশ দেখবে বলে
মানবতার রঙিন লাটাই নিজ হাতে নিবে বলে।।