শিকারি -
এক ঝাঁক মুক্ত বিহঙ্গ থেকে
তোমার ট্রিগারের বিলাসী টিপ
কেন আমারেই নিশানা করবে?


গাছের পাতা নড়ে
নিঃশ্বাস বিশ্বাস ভাঙ্গে
সেও কী আমার জন্যে?


আমার কাজে নাক ডুবিয়ে
যে সমাজ মিথ্যার জাল বুনে
চাঁদের কলংক খোঁজে
সে আমার নয়, হতে পারেনা।


শিকারি -
ট্রিগারের নিশ্চিন্ত টিপে
আত্মতৃপ্তি খোঁজ না
শিকারের মৃত্যু স্বাধীনতা অদম্য
নেমে যায় অন্ধ প্রলয় ভেদ করে
আলোর ঠিকানায়। যেখানে
শিশিরের গর্ভে সূর্য জ্বলে...


তোমাকে আমন্ত্রণ সে পথে।।


****************