শিকারি-
দেখ জোছনা ভরা রুপালী চাঁদ
মেঘেরাও কান্না থামিয়ে রঙ বদলায়
হেসে উঠে সহাস্যে!


শিকারি-
চল জোছনা লুটি
সিক্ত করি মন-প্রাণ
জীবনের নিকষ অমাবস্যায়ও
যাতে চিনে নিতে পারি সঠিক পথ।


শিকারি-
একি! সামনে যে রক্ত
বলবে নিশ্চয় জানোয়ারের
রক্তের স্বাদ বড়ই প্রিয় তোমাদের!


শিকারি-
মানুষ যুদ্ধে জানোয়ার হয় জানি
জানোয়ার কবে মানুষ হবে
বলতে পার?


আমি যে সে প্রতীক্ষায়...


***************