শিকারি-
যদি কবিতার শরীর থেকে
ছেঁটে ফেল দ্রোহের বর্ণমালা
সে মরে যাবে আমারই মতো
ঠিক যেমন সুতাকাটা ঘুড়িটা মুখ থুবড়ে
পড়ে থাকে উদাসী বালিকার চৌচির উঠোনে


বনের আবীর থেকে যদি
শুষে নাও সবুজের ঘ্রাণ
থেমে যাবে চিরতরে তিতিরের গান


যদি নদী হতে কেড়ে নাও
স্রোতের সমুদ্র মাছরাঙার
চোখে জুড়ে দাও শূন্য হাহাকার


তবে মরনেই বেজে উঠুক জীবনের গান।।
************************