আজ স্বপ্নে স্বপ্নে জুঝেছি অনেকক্ষণ
পাখিগুলো পাতা হয়ে খসে পড়ে
বিমানগুলো পাখি, গলায় চাঁদতারা


আমি তীব্র চিৎকারে ফেটে পড়ি
সবুজের বুকে সূর্য কোথায়
আমার বুলেটভরা স্টেনগান
প্রতিধ্বনি তুলে চাঁদতারা
আগলে রাখা রাজটুপিতে


হায় বাংলাদেশ! দেশ আমার
রাজাকার ধরেছে রাজদন্ড তোমার!


শহীদের কংকাল সারি সারি উঠে আসছে
রজাকারের পায়ের শব্দ
বড় বিচ্ছিরি বাজে কানে


শহীদের সন্তান
শহীদের ভাই
শহীদের সহযোদ্ধা
   ... জেগে উঠছে


আরেকটি '৭১ হানা দিচ্ছে
কাঠমোল্লারা পালাচ্ছে বিড়ালের পিঠে


আজ স্বপ্নে স্বপ্নে জুঝেছি অনেকক্ষণ
পাখিগুলো পাতা হয়ে খসে পড়ে
বিমানগুলো পাখি, গলায় চাঁদতারা


সীতার সিঁথিতে কালচে রক্ত
রাহেলার হিল্লা বিয়ে
মাতবরে গতর চিনে
অবুঝ শিশু বিষ্ফোরিত চোখে চাখে
নবনির্বাচিত বাবার ভাষা


আমার হাত শিশুর মাথায়
স্টেন তুলে দেই আচমকা
'চালাও গুলি'
আশ্চর্য শিশুটি নিপুণহাতে উড়িয়ে দেয়
মাংসলোভী নরপিশাচের খুলি
শহীদের সারিবদ্ধ কংকাল
গর্বিত বুকে স্যালুট করে
বিজয়ের অট্টহাসিতে আমি জেগে উঠি


স্বপ্নে স্বপ্নে জুঝেছি অনেকক্ষণ
পাতাগুলো পাখি, পাখিগুলো বিমান
বিমানের গর্ভে স্বাধীনতার সূর্য


বাংলার আকাশে একঝাঁক মুক্ত আলো
কুকড়ে যাওয়া শিশির আমার ছায়ায় প্রাণ পায়
সবুজের শিশির কুড়াতে কুড়াতে আমি জেগে উঠি


আর স্বপ্ন নয়
এবার আমি ঘুমাব
একটানা ঘুম।।