প্রিয়া তুমি কেমন আছ?
এই একটি কথা জানার জন্য
মাজারে মাজারে অনেক শিন্নি দিয়েছি
প্রার্থনা শেষে পরম করুণাময়ের কাছে
অঝোরে কেঁদেছি। কিন্তু জানতে পারিনি


প্রিয়া তুমি কেমন আছ?
এখন প্রচন্ড শীত  
আমি কাঁপছি ঠকঠক ঐ প্রাসাদে
তুমি কেমন আছ এই মাটির ঘরে
তোমার সাদা কাপড়টি কী মাটি        
তার উদর পূর্তিতে ব্যবহার করেছে
নাকি মাটির সাথে দিনে দিনে সখ্যতা        
গড়ে তুলেছ যেমন তুমি আমি ছিলাম    


প্রিয়া তোমারও কী জানতে ইচ্ছে করে
আমি কেমন আছি?
তোমার অতৃপ্ত বাসনা বুকে নিয়ে
আমি বেঁচে আছি নিষ্প্রাণ  
        
প্রিয়া তুমি কি শুনছ?
প্রিয়া, প্রিয়া দেখ আমার হাতে
গাছের প্রথম দুটি গোলাপ
যে গাছ তুমি - আমি লাগিয়েছিলাম
গোলাপ দুটি তোমার খেলার সাথী
মাটির কাছেে রেখে দিলাম।


প্রিয়া তুমি কী দেখতে পাচ্ছ?
গোলাপ দুটি তোমার দিকে চেয়ে
কী সুন্দর হাসছে!
যেন তোমার জন্যই ফুটেছে তারা!      
প্রিয়াা তুমি কেমন তার কিছুই জানিনা
তবে মহামহিমের কাছে প্রার্থনা করি
তিনি যেন তোমাকে সুখে রাখেন।
তুমি সুখেে থাক আর অপেক্ষা কর      
              
যেন অচিরেই তোমার অচিনপুরে
তোমার সাক্ষাৎ পেতে পারি।।
     ★★★★★