তৃষিত নয়নে বিন্দু জল
             খেলা করে কেবা
তুই সখি বল।      
           কে সাজিবে এর বাঁধ
তুই যেথা রণে
           তুই ছাড়া কে আর
আছে মোর সনে।
        বিন্দু যদি সিন্ধু হয়
নয়নের জলে
          তুই সখি সে কারণ
মন মোর বলে।।
      ★★★★★