ওদের দিন আসছে আনন্দে যে তাই
মুখবন্ধনী খুলছে গিলছে বহুত
যায়নি যেথায় কভু, ঘুরছে সেথায়
বন্য হাতির পালকে দেখছে মাহুত|


খুশি মনেই ঢালছে মোদের কি দোষ
পবিত্রতায় ভুগছে জনম জনম
আপ্যায়নে পরিপাটি নেই কোনো রোষ
আবার ভুল করছে নেইকো মলম|


ডুমুরের ফুল গুলো, অদৃশ্য হবেই
উচ্চ শক্তির চশমা খুঁজবে তাদের
কম্পাস নেই তাইতো পথ হারাবেই
একই রকম মুখ দেখতে যাদের|


শুদ্ধ মনে ভালো কেউ বাসেনা তাদের
ছল চাতুরীর বস্তা অশেষ যাদের|


            ********