অনর্থ ঘটাতে পারে ক্রোধ কামুকতা
জীবনে যদি জড়ায় ভীষণ উদ্বেগ
সঠিক সিদ্ধান্ত বিনে হেয় শালীনতা
মুহূর্তে অদক্ষতায় উন্মত্ত আবেগ|


সমাধান একমাত্র ধ্যান সাধনায়
প্রচেষ্টায় মানসিক উন্নতি নিশ্চিত
ব্যাকুলতা ক্রোধ শোক লালসা পালায়
মনের গতিকে টেনো রবে সুরক্ষিত|


ব্যাথিত মানব নিজে থাকে যে অস্থির
স্বজন আপনে পায় যাতনা অধিক
ধ্যান সাধনা করিও রইবে সুস্থির
দূরীভূত হবে রোগ কষ্ট অনধিক|


নিশানা জীবনে নিলে হয় যে সঠিক
অর্জুন দেখেছিলেন মৎস চক্ষু ঠিক|


                      ********
"আজকের শত তম কবিতা নিবেদনে আমার সকল কবিবন্ধু ও পাঠকগণের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি|আপনাদের পূর্ণ সহযোগিতায় ও উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমি আজ শত তম কবিতা কবিতার আসরে দিতে সক্ষম হয়েছি|  আগামীতেও আপনাদের পূর্ণ সহযোগিতা ও অনুপ্রেরণা একান্ত কাম্য|"


আলোকের পানে মুগ্ধ নয়নে
    বসি গাঁথিয়া ক্ষুদ্র মালা
ব্যাথা হৃদ তলে ফেলিয়া জলে
   আসিয়াছে আজিকে পালা|
          আজি শুভ দিনে
            কবি ভগ্নী গণে
       ঢালিয়া প্রেমের কলস
    শ্রদ্ধা পূজিয়া চক্ষু মেলিয়া
   আজি খুলিছে শতক খোলস|
      চলিতে পথে যদি হয় ভুল
              রাখিব প্রার্থনা
  মনে ক্ষোভ ভুলে,শুধু প্রেম জ্বেলে
             করিও একটু ক্ষমা|
                ********