ও হে সুরদাস ভাই মিষ্টি মধু সুরে
কজন মিলেছে শ্রোতা? অপচয় বৃথা!
ঐ বস্তার অপেক্ষায় এক শ্রোতা দূরে
যাতে তুমি সুখে বসে গেয়ে যেতে যথা|


তোমার সুরের মধু সবাই জেনেছে
দুই চারটি গানেই অস্থির ভাবনা
তাই দৃষ্টি এক খানে সকলে দেখেছে
টানছে নিচের দিকে পেওনা যাতনা|


সবাই নয়তো কালো আছে লক্ষ ভালো
তাদের শ্রদ্ধা করেই একান্ত আপনে
প্রভুর চরণ ধরো সেখানেই আলো
প্রার্থনা করবে শুধু শত্রুদের জন্যে|


সমাজ সাজাবে যারা আগে হোক ঠিক
খুঁজে নিও একা তুমি এক শুদ্ধ দিক|


        *************


     ***মা দূর্গা সবার মঙ্গল করো***
***ঘুচিয়ে দাও মা শত জনমের কালো***
***স্বচ্ছ নেত্র দাও মাগো স্বচ্ছ হৃদয় দাও***
*যারা নিজ হৃদয়ে ঢালছে কালো তাদেরই জাগাও*
*** নয়তো এই ব্যাধি মূলেই বিনাশ করো***
এ যে ছোঁয়াচে ব্যাধি মা গো ভালোরাও যাচ্ছে ফেঁসে
****আত্মঘাতী কেন ওরা নয়তো ওদের দোষ***
**জনম জনম পেয়েছে ক্লেশ তাইতো এতো রোষ**
পারবেনা কেউ, কাব্যও নয়, তুমিই দেখো  এবার
*তোমার চরণে বিনতি মা গো রক্ষা করো সবার*
********আমি না হয় রইলাম একাই বদ্ধ ঘরে*****
***তবুও তাদের ভালো রেখো হিংসা মুক্ত করে***
              *************