জীবনে বিতৃষ্ণা হয় কী কারণে তবে
দায়ী সমাজের লোক না আপনি নিজে
মনুষ্য জীবন পেয়ে খুশি নেই ভবে
অবশেষে একদিন মৃত্যু ডঙ্কা বাজে|


সমীক্ষার নেই শেষ উষ্ণ পেয়ালায়
ফাটা দেওয়ালে ঠাঁই অতি ক্ষুদ্র দানা
জীবন যন্ত্রনা শেষ এক ঝটকায়
অবশেষে মহীরুহ তবে যায় জানা|


চিররোগ শেষ হয় আত্মহত্যা নয়
অবসাদ সকলের কঠিন জীবন
উষ্ণ পেয়ালায় শুধু সমীক্ষাই হয়
মৃত্যুর পথ বাছেনা আপামর জন|


চাপে বাঁচে পাপে বাঁচে শোক তাপ জয়
চিররোগীর কেবল আত্মহত্যা হয়|


          **********