নদীর পাড়েতে বসে চোখ বহু দূরে
ফুলে ফেঁপে আছে নদী পাহাড়িয়া জলে|
মাঝিরা বাজায় বাঁশি ভাটিয়ালি সুরে
গাঙের পাড়েতে বসে  নিজের খেয়ালে|


বছর খারাপ গেল করোনার ত্রাসে
আমফানে বাড়ি ছাড়া সীমানা বিবাদ,
এমন ফুলেছে নদী বাড়ি যাবে ভেসে
ঘরে নেই ডাল ভাত শুধু অবসাদ|


এমন খারাপ কাল দেখিনিতো আগে
পকেটে সবজি আসে টাকা ব্যাগে যায়
মাঝ রাতে খিদে পায় কচি ছেলে জাগে
রাঘব বোয়াল গুলো মুখ পানে চায়|


পাড়ে বসে ভাবি একা এ কেমন কাল
ধুপ ধাপ পাড় ভাঙে কেউ মালামাল|
                         ******