ঘ্রান ছড়িয়ে রূপসী গোলাপ
ঝরছে নিজের বৃক্ষ তলে,
কাঁটার উপর রূপের বাহার
পথিক চলে দৃষ্টি ফেলে|


সদ্য কুঁড়ি নির্যাতিতা
প্রেমিক যুগল নিচ্ছে ছিঁড়ে,
মিষ্টি গোলাপ দারুন শোভা
পাচ্ছে তোমার খোঁপায় জুড়ে|


রূপ লাবণ্যের রূপসী গোলাপ
বদ্ধ যে ওই ফুলদানিতে,
পাঁপড়ি গুলি ছড়িয়ে আছে
মধুচন্দ্রিমার সোহাগ খাটে|


বয়োসন্ধির বদ্ধ খাতায়
স্বাসকষ্টে রূপসী গোলাপ,
কেওবা সফল কেওবা বিফল
ব্যার্থ প্রেমিক পাগল প্রলাপ|


নেহেরুজীর কোটের বুকে
রূপসী আজ বড্ডো একা,
টিকিট কেটে একটু হেঁটে
শয়ন কক্ষে পাইবে দেখা|


রূপসী গোলাপ ধন্য তুমি
করছি আমি তোমার বড়াই,
স্থান পেয়েযাও শত্রু হাতে
স্তব্ধ হোক এই হিংসা লড়াই|
       *********