হতাশা মাখিছে মাথে বেকার যুবক পথে
কোনো দিশা নাহি প্রায় খুঁজি|
বিদ্যা পূর্ণ যত কর্ম হীনতা তত
পঠন পাঠনে শেষ পুঁজি|


পিতার বকুনি খায় লজ্যা সহসা পায়
মাথা নত করে চলে তারা|
দায়িত্বে যারা আছে টেবিলের খুব কাছে
তারা নাকি আজ ঘুন ধরা|


ভেবে কিছু নাহি পাই অশ্রু শুকায়ে যায়
হবেনাকো কোনো সমাধান|
শোষণের রাজ পথে,রাজা হবে বাটি হাতে
দেখো তুমি হে ভগবান|
           *****-****