সান্ধ্য সুরমা আঁখিতে কণ্টক শয্যায়
ক্ষত বিক্ষত ধরণী,নিদ্রায় প্রহরী
কাতর কণ্ঠে বিদায়,রুক্ষ অস্ত্র ঘায়
উছলিয়া টাইফুন,দুখে বিভাবরী|


উদিত রবির ছটা নিশিকাল সম
সহস্রধারায় বহে অশ্রু সাহারার,
সুমেরু কুমেরু দুখে মৃত্যু সুখে নমঃ
পবন বহিয়া আনে বার্তা অধরার|


ফুঁসিয়াছে বিবর্তন, রক্ষা নাহি আর
কূলের ভাঙ্গনে হাসি! শস্য ক্ষেত্রে জল!
করিবে পাষাণে ধূলি,চূর্ণ অহংকার
লাটাই ছাড়িছে সুতো তৈরী যাঁতাকল|


তখন বহিবে নদী গিরি অভিমুখে
আকাশ আসিবে নিচে মস্তক সম্মুখে|


                    🔥🔥🔥