খুব করো চুলোচুলি তবু ভালোবেসো
জলে আঁচড়ের মতো রাগ যেও ভুলে
ক্রোধেতে বেড়িয়ে গিয়ে নিশিথেই এসো
অনেক জমানো কথা হবে মন খুলে|


তুমিই হাকিম হবে আমি হবো বাদী
অভিযোগ ডালি রেখে চাইবো চোখেতে
আহার বিরতি পরে তুমিই বিবাদী
অপেক্ষার সেই ক্ষণ ঘোষণা মুখেতে|


সমস্যার পাহাড়ে যে আকাশ ছুঁয়েছে
বিচ্ছেদ লাখের ঘরে চলে দৈনন্দিন
হাকিম পুলিশ জব্দ, জবাব দিয়েছে
লোহার আঁচড়! ভুলো, হবেই রঙ্গিন|


স্বল্প মানব জীবনে মুক্ত হোক রোগ
বসুন্ধরা খুব দুখী! নেই অভিযোগ|


              ******