মুক্ত করো আপনারে ও হে লক্ষহারা
আনন্দে মেতেছে ওরা তাজা রক্ত শুষে
হিন্দু মুসলিম শিখ তাই সর্বহারা
আপন প্রাণের ক্ষত রাখিওনা পুষে|


ব্যার্থ যারা মত্ত তারা নিশ্চুপ ছলনা
পদব্রজে তপ্ত রৌদ্রে মৃত্যু ঠিকানায়
ভুলিয়াছে সবকথা!আমরা ভুলিনা
একুশে ডাকবে ওরা নেই লজ্জা ভয়|


যেওনা মরীচিকায় নিজ তেজে চলো
না ঘুচিলেও ক্লেশ বক্ষ শক্ত করো
জাতপাত ভুলে সব- ভাতৃ দীপ জ্বালো
চরণ ধরবে তারা ন্যায্য তুলেধরো|


সুযোগ নয়কো আর ভাঙো অহংকার
ট্রেনলাইনের দৃশ্য সহ্য নাহি আর|


          ********