বন্ধনই হোক রক্ষাকবচ এ নহে শুধু প্রার্থনা
ভক্তি প্রেম স্নেহের সুতোয় মুক্তি হইবে যাতনা|
ধর্ম উর্দ্ধে স্নেহের সুতোয় মেতেছে আজ সকলে
প্রাচীন প্রথা মিলিত প্রয়াস যাবেনা যে বিফলে|
জ্বলবে না আর ভগ্নী সম নিশুতি রাতে বনানী
স্নেহের সুতো ঝুলছে বৃক্ষে নেই অরণ্যে সেনানী|
জীর্ণ শরীরে শান্তির ঘুম দেখিবে মাতা স্বপ্ন সুখ
স্নেহের কন্যা দুর্গম পথে তবুও মনে নেইকো দুখ|
সেই টানেই তোমার আমার বাদ যাবে পর আপন
নিজগৃহে জ্বললে আগুন দুঃখ পাইবে অন্য জন|


                      *********