(১)
কবিতা:-বৃক্ষ শিশু
আমি অতি ক্ষুদ্র চারা তোমার বাগের
যেওনা পায়ে মাড়িয়ে, বাগের মালিক!
চাইনা আমি কিছুই তোমার ভাগের
বন বনানীর স্নেহ চেয়েছি অধিক|


আপন শিকড় মেলে খুঁজব আহার
অতলের জল পানে আখাঙ্খা প্রবল
যতন শিকড় নেবে মানবেনা হার
ফুটবে আমার ফুল ভীষণ ধবল|


ফিঙে শালিক ময়না খুশিতে বিভোর
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে ফিরবে শাখায়
রাত্রি কালীন বিশ্রাম, তারপরে ভোর
মনের কথা বলবে নিজের ভাষায়|


অনধিকার প্রবেশ রুখতে হবেই
বনানী মাতার ছায়া থাকবে তবেই|
               ********


(২)
বিছাতু পাতা
********
পা লাগলেই বিছাতু ডালে
গা গতর সব যাবেই জ্বলে|
ওষুধ নেইকো তার|
শুদ্ধ পথে সেই জন্য চলাই দরকার|
          ********