বৃষ্টি এল দ্বিপ্রহরে শ্রাবনের এক তপ্ত দিনে
শুস্ক মনের ভীষণ আগুন শ্রান্ত হল নির্জনে|
তীরবিদ্ধ তীক্ষ্ণ ফোঁটা দগ্ধ প্রাণের সুখের নেশা
স্নিগ্ধ পবন বৃষ্টি রাশি কুঁকড়ে গেছে লজ্জাবতী|
মৃত্তিকার ওই দীর্ঘ ফাটল উর্দ্ধমুখী পক্ষী চাতক
মুষুলধারা বৃষ্টি রাশি খেলছে জলে শুভ্র বাতক|
সবুজ মাঠের  ফুর্তি বলে পক্ষী চাতক পুষ্ট জলে
পুস্করিণীর স্বল্প তলে মরাল যে যায় পেখম তুলে|
চরম সুখের বৃষ্টি বিদায় স্নিগ্ধ পবন মলিন হৃদয়|
তৃপ্ত চাতক মুক্ত দিশায় নতুন দিনের বৃষ্টি আশায়|


                 **************