তোমার সময় হলে ঘুরে যেও ফিরে
সহস্র জনম পরে না পেলে দস্তক
তুমি যে ব্যস্ত রমণী, আমি ভবঘুরে
চির কালিমায় ঢেকে আপাদমস্তক|


আমার সিন্দুক ফাঁকা ফিরি একা একা
যক্ষের ধনের থলি না হয় যে খালি
রতনে রতন চেনে,নয় উই পোকা
তোমার নয়নে যেন না দেখি সে বালি|


এই জগতের দায় নাহি কেহ নেয়
আমায় দিয়াছ তুমি, নও কলঙ্কিনী
অযাচিত দায় ভারে আমি রুগ্ন কায়
তবু সুখে থাক এই পবিত্র ধরণী|


অফুরান সুখে থেকে বাঁচে যদি মন
বেদনার বালুচরে যাক মোর প্রাণ|


          ********