মহামারী ত্রাস হেনেছে আঘাত
রুদ্ধ হয়েছে দ্বার,
দুর্গম পথ দিতে হবে পারি
ছাত্ররা হুঁশিয়ার|
ব্যাথা হৃদতলে যেতেহবে ভুলে
রুগ্ন বর্ষ জুড়ে,
নয় কভু খেদ অগণিত ছেদ
রাখিবেনা অন্তরে|


দিবস যাতনা দিবসেই ছাড়ি
নবীন প্রদীপ জ্বেলে,
হাহাকার রাতি গভীর নিশুতি
যেতেহবে সব ভুলে|
হৃদবেদ খুলে অনন্তের কোলে
তৃষ্ণার অভিলাষ,
ব্যাকুল চিত্ত নিত্য নিত্য
গ্রন্থের হবে অবকাশ|


অনন্ত জ্ঞান জীব বিজ্ঞান
একটি শুক্র কীটে,
দিতে হবে পারি দর্শন ধরি
শিক্ষক হীন পৃথিবীতে|
দিই হাল ছেড়ে দর্শনে হেরে
জাগিয়ে মনোব্যাথ্যা,
বিবর্তন কালে শক্তির বলে
দখল করিবে পিপিলিকা|
        *******