সবাকার লাজ ওরে,নহে শুধু মোর
ধরণী বহিছে বিষে গাত্র দাহ সবে
কাঁধে কাঁধ বেঁধে চলে খুলে দাও দোর
দ্বেষ দ্রোহ ক্ষোভ লোভ কম হোক ভবে|


অনেক দিয়াছে ঢালি, মানব মহান
ভজ তার নাম সবে জীবে প্রেম রবে
প্রাণের স্বামীজী তিনি সর্বাগ্রেই স্থান
অবারিত শ্রদ্ধা প্রেম আসিবেই ভবে|


পবিত্র সকলে হোক পূণ্য ভূম চুমে
একবার বলি সবে তুমি হে মহান
তোমার বাণীতে মুগ্ধ ধরাধাম ভূমে
শ্রদ্ধা অবিরত প্রভু জীবে প্রেম দান|


দানবতা শেষ হয়ে প্রেম অমরত্ব
বিবর্তনে ধ্বংস কথা চিরন্তন সত্য|
             ********