খুঁজেছি অনেক যুগে, নেই ভগবান
আমি যে পাষান পূজি, প্রথম স্তরের|
শ্রদ্ধা ভাব জাগরণে  ঠাকুর পূজন
উলুধ্বনি শঙ্খ শাঁখ, নয় বিকারের|


পূর্বে রুক্ষ শুষ্ক ছিল আমাদের মন
কুকাজে হিংসায় ভরা আদিম সমাজ
তাইতো ঠাকুর তরে শুভ আয়োজন
তবুও হইনি  কিছু এই শুধু লাজ!


মানুষ দেবতা হয়? মানব অবাক!
সমাজে পূজন চলে কষ্টি পাথরেই
তবু মহামানবেরা হননি নির্বাক
আজও মানব দৃষ্টি সেই ভাগাড়েই|


ঠাকুর পূজনে শিখি  সেবা মানবের
অনেক হয়েছে দেরী পবিত্র কর্মের|
                  *****