লাবণ্য রহিবেনা যে প্রিয়ার বদনে
ঘন কালো কুন্তলের সৌন্দর্যে ভুলিয়া
নিঃস্ব করিয়া নিজেরে ছুটেছে ভুবনে
শেষে রাজপথে ধূলি মাপিছে চলিয়া|


দিশাহারা মন্ত্রী খোঁজে কর্তব্যে রাজারে
অলিতে গলিতে হাঁটে পথের ধারেতে
জৌলুস গিয়াছে চলি ধরণীর ক্রোড়ে
উলঙ্গ রাজা মেতেছে বিরহের গীতে|


না পারে চিনিতে রাজা প্রসারিয়া হাত
মন্ত্রী পানে ধেয়ে চলে মাখিবারে ধূলি
দর্শন সংগ্রহে রাজা আজি কুপোকাত
জীবনের সান্ধ্য ক্ষনে নিজ নেত্রে বালি|


চির দৈন্যরা ছুটিছে অন্ন বস্ত্র হাতে
রাজা দেখিবার আশা বিশ্ব রাজপথে|


           ********