বুদ্ধি চাতুর্যই নয় যে সর্বোচ্চ কর্ম
বিকশিত নৈতিকতা শ্রেষ্ঠ মনুষ্যত্ব
পরোপকারই ধর্ম, অসৎ যা,অধর্ম
মোহবন্ধন ঘোঁচে না উচ্ছল আমিত্ব|


বুদ্ধিমান অপেক্ষায় শ্রেষ্টতর যে সৎ
মনেতেই পাপ মুক্ত হয় যে সংযত
চিত্তশুদ্ধির পথেই প্রশস্থ সে পথ
অসাধ্য অভ্যাসে শুভ ফল অবিরত|


ঈশ্বর কৃপায় মুক্ত জগের আঁধার
কুকর্মের অংশীদার নয় ভগবান
বোঝেনা সে জন যার মিছে অহংকার
প্রবৃত্তি শুদ্ধিকরণে প্রভুই মহান|


কামিনীকাঞ্চন ত্যাগ!ভীষণই শক্ত
অভ্যাসেই সফলতা পান প্রভু ভক্ত|
           ********