আমি অতি ক্ষুদ্র পাখি তোমার খাঁচার
বন্ধু ছাড়া হতভাগা,তোমার শখের!!
তুমি দুটো দানা দিয়ে, করছো বিচার?
দামি খাঁচায় থেকেও জীবন দুখের|


স্বচ্ছ জল শস্য দানা, অঢেল আমার
শুধু নেই দূরের ঐ নীল সামিয়ানা!
শিস ফুটিয়ে বলেছি নামটি তোমার
ডানা কেটেও সন্দেহ!যে উড়ে যাবেনা?


ফেলছে জলে পাথর, দেখো ক্ষুদ্র পাখি
বনানী মাতার স্নেহে বেদনা হারায়
তোমার মুখের ভাষা, আমি শুনে শিখি
ফিরলে বনে হাসবে, এ অসভ্যতায়!


খাঁচা দেখেছ  নিশ্চই?তবু ছাড়বেনা!
এমন সাল অমিও যে ভালোবাসিনা!
               ******