জ্ঞানের মশাল জ্বেলে যুগে যুগান্তরে
আঁধার স্রোতের পথে প্রহরীরা জাগে
ময়ূরপঙ্খীর নেত্র তবু জলে ভরে
ঝরেপড়ে ফুলকলি গোলাপের বাগে|


দূর অতীতের ব্যাথা স্মরি বারেবারে
শীতের প্রভাত বেলা ম্লান চাউনিতে
গোলাপের কুঁড়ি দেখে গোলাপ সুদূরে
পুংকেশরে আত্মহারা হয় পৃথিবীতে|


স্নিগ্ধছায়া খুঁজে ফিরি আমাজন বুকে
দাবানলে স্মিতহাস্য গোপন দুয়ারে
কাঁটা গাছ ধরে আছে মরু সাহারাকে
অমাবস্যা আসিতেছে সমন শিয়রে|


পতঙ্গের মুখে কলি রুক্ষ বাগিচায়
মালা সুখে বেঁচে থাকা মৃত কলি হায়!
           ********