ইঁদুরের দৌড় মাঝ রাতে শোর
ভাঙলো ঘুমের নেশা
লাইট জ্বেলেই তাকিয়ে দেখি
জোড়ায় বেঁধেছে আশা|


মোটাসোটা বেশ কিলো চাল শেষ
তখন দুটোই বসে,
ভান্ডার ঘরে প্রেমের মজাতে
দুটোই তখন পাশে|


কিচকিচ রব জানি গেছে সব
তখনও বলিনি কিছু
মশারির তলে নিয়ে ছেলেপুলে
আমিতো ছেড়েছি পিছু|


আবার শোর খুব কাকভোর
মাথাটা ভীষণ ক্ষেপে,
বন্ধ করে দরজার খিল
দিলাম একটু চেপে|


ওদের ভাষাতে বলছে কিছু যে
আমিও নিশ্চিত,
খাবার শেষে শোবার জায়গা
বোধহয় অনিশ্চিত!


যা বাবা যা তোরা চলে যা
দরজার ফাঁক গলে,
শান্তি করে একটু ঘুমাই
নিয়ে আমি ছেলেপুলে|
       **********