হৃদয় মোদের ক্রন্দনে রত
বিশ্ব জননী ক্রোড়ে,
তোমার মাঝেই দেখে ভগবান
সকলে বিশ্ব জুড়ে|
তোমার দুগ্ধে প্রবল শক্তি
চলেছি অবিরত,
পদব্রজেই হাজার মাইল
হইনি ব্যাথিত|
শুকনো রুটির দৃশ্য দেখে
দুঃখ কখনো না,
আমরা তোমার বীর সন্তান
তুমি যে মোদের মা|
সঞ্জীবনী চাই দুগ্ধে
না হোক ভ্যাকসিন,
শৈশব থেকে আবালবৃদ্ধ
হবেনা পরাধীন|
তোমার দুগ্ধে মিটুক মাগো
বিশ্ব ক্ষুধার জ্বালা,
একবার খেয়ে বিতাড়িত হোক
ক্ষুধার মারণ খেলা|
খাদ্য মজুত তুমিই রেখো
বিশ্ব মানব কোষে,
জড়িয়ে ধরবে সন্তানেরা
তোমায় ভালোবেসে|
***************