মনে প্রেম আছে
নাকি ছলনা?
তোমার মনের কথা
আমি তো বুঝিনা!
প্রবাসে সেই গিয়াছ কবে
সিঁথিতে সিঁদুর দিয়াছ যবে,
তোমার চিঠির আশায় আমি
সে তো তুমি বোঝোনা!
মনে প্রেম আছে
নাকি ছলনা?


আমার বেদনা রাখিয়া মনের
গোপনে,
তবুও আমি দেখেছি তোমায়
স্বপনে|
অবুঝ আমি তোমার প্রেমে
শুধুই থাকি মিছেই ভ্রমে
আমার আছে শুদ্ধ প্রেমের
ভাবনা|
মনে প্রেম আছে
নাকি ছলনা?


তোমার আশায় পথ চেয়ে আমি
জেনেছ?
সাঁঝ বেলাতে জ্বালাই প্রদীপ
দেখেছ?
শরমে মরি ভাবিয়া আজ
দেখছে লোকে আমার লাজ
তোমার তরে জাগিছে মোর
কামনা|
মনে প্রেম আছে
নাকি ছলনা?


বন্ধ দুয়ার যবে থেকে নও
মোর সাথে,
রেখেছি নিজেকে চার দেয়ালের
মাঝেতে!
মোর ব্যাথা তুমি বুঝিয়া লও
পোষ্ট কার্ডটি ছুড়িয়া দাও
তবুতো মিটবে মনের একটু
কামনা!
মনে প্রেম আছে
নাকি ছলনা?


তোমার তরেই প্রেম নিবেদন
করিব,
কষ্ট যতই হোকনা আমি
সহিব|
স্মৃতির মাঝে তোমার ছবি
দেখিনি আমি পূবের রবি
অন্ধকারেই মিটেছে মোর
যাতনা!
মনে প্রেম আছে
নাকি ছলনা?


সিঁথির সিঁদুরে রেখেছি তোমায়
যতনে,
তবুও তুমি আসবেনা মোর
স্বপনে?
ভাবিলে পড়ে জাগে শিহরণ
স্তব্ধ নিশুতি মনেই ভ্রমণ
এই সম্বল আছে শুধু মোর
জীবনে|
মনে প্রেম আছে
নাকি ছলনা?


রয়েছ তুমি আপন মেজাজে
ভুলিয়া,
স্মৃতির পাতা ফেলেছ তুমি
জ্বালিয়া?
তোমার মনে দিয়াছ তালা
আমার হৃদয়ে ভীষণ জ্বালা
কতো শ্রাবন হয়েছে পার
জানোনা?
মনে প্রেম আছে
নাকি ছলনা?


গোলাপ বাগের করিয়া যতন
রেখেছি,
আসিলে তুমি ফুটিবে পুষ্প
ভেবেছি|
একটি গোলাপ তোমায় দিয়ে
জীবন প্রদীপ জ্বালিয়ে ঘিয়ে
আপ্যায়নে দুহাত তোমার
ধরিব|
প্রেমের শিকলে বন্ধ তোমায়
করিব|
তবুও তুমি বলবে আমি
ভালো না?
তবে এ তোমার সত্যি সত্যি
ছলনা!


   ************