মন্দিরে ঈশ্বর খুঁজি যুগ যুগ ধরে
জীবে প্রেম নাহি পাই আমি সনাতন
আমিত্বে ভরেছে মন তপস্যা মাঝারে
আত্ম পরিচয়ে বলি কুলীন ব্রাহ্মণ|


গন্ডী আঁকি শুদ্র ভয়ে গৃহসীমানায়
স্বয়ং কুয়ো খোঁড়ে শুদ্র তৃষ্ণা নিবারণে
তুলতুলে বিছানাতে কুক্কুর ঘুমায়
নরকের কীট ভাবি নিম্ন হরিজনে|


মহান ধার্মিক আমি তিলকের খাঁই
পশুবলীতেই খুঁজি সুখী ইহলোক
চিত্ত বিনোদনে মোর আখাড়ায় ঠাঁই
মনিকর্ণিকার ভষ্মে হয়নাতো শোক|


হলাহল নাহি দেখি মদিরার জলে
মরার খুলিতে চুমু দেবতার স্থলে|


            *******


মণিকর্ণিকা>বেনারসের মহা শ্মশান