উগ্র নিকোটিন গন্ধ তোমার শরীরে
সর্বাঙ্গে মেখেছি আমি ভালোবেসে সখা|
তোমাতে আমার প্রেম  মনের গভীরে
তোমায় ছাড়া কিভাবে বাঁচি আমি একা!


তোমার হাতের স্পর্শে আমি লজ্জাবতী
পারবে তুমি ধরতে আগলে রাখতে?
গোলাপ বাগের আমি মুক্ত প্রজাপতি
একসাথে বৃষ্টি নীরে শরীর ভেজাতে|


শৃগালে শৃগালে প্রেম তবু বেঁচে আছে
দয়ার শরীর আজ নিকোটিন ময়|
ওরাই বিজয়ী হবে খুশি হই মিছে
সোনা নয় চাঁদি নয় তবু এত ভয়!


সারমেয় লালা ফেলে প্যাভলভ বলে
অতৃপ্ত বাসনা যায় বিলুপ্তির দলে|


                     *******


প্যাভলভ:-রাশিয়ার নোবেল জয়ী গবেষক(চিকিৎসক)