অতি কাম খুব ক্ষতি মানসিক রোগ
কামের বাধায় জাগে ক্রোধ যার নাম,
মান যায় প্রাণ যায় তবু চলে ভোগ
বিবেক হারিয়ে যায় বেড়ে চলে কাম|


প্রেম জাগে বহু মনে প্রিয়তমা বোধ
মলিন হৃদয় যার শেষ পবিত্রতা
কায়মনে পরহিত নেই মনে ক্রোধ
যখন কামনা বাড়ে সে কামোন্মত্ততা|


হতবাক হয় সব নেই উপচার
ফাঁসি হয় শুট হয় তবু বাড়ে লোভ
নির্ভয়া পায়না ন্যায় বারেবারে হার
শাক দিয়ে মাছ ঢাকে বেড়ে চলে ক্ষোভ|


শেষ হোক একযোগে স্যাটেরিয়াসিস
তানাহলে ধরে ধরে মুখে ঢালো বিষ|


         *********