চোদ্দ তলায় বৃদ্ধ শকুন চেয়ে দেখে নিচ পানে
গলিত উচ্ছিষ্ট কিছু বেঁচে আছে কিনা শ্মশানে|
ঝাঁপসা দেখে ভাবে সব শেষ কিছুনেই অবশিষ্ট
কাকের মুখের শুষ্ক রুটিতে লালা ঝরে অতিরিক্ত|
মিছিল চলে স্লোগান চলে খাদ্য পাবার সুকৌশলে
ভেড়ার দল সহস্র চোখে তীব্র রোদেও রাত দেখে|
লাল মাংস কসাই কাটে অমঙ্গলের  গ্রামীণ হাটে
তাকিয়ে দেখে নিরীহ প্রাণী  বন্যেরা নয়  অভিমানী|