অসীম শক্তি তোমার মহান ঈশ্বর
স্বল্প জ্ঞানের অহং মোদের স্বভাব
অনাথের শ্রেষ্ঠ ধন প্রভু মহেশ্বর
নিজ গরলের জ্বালা জলের অভাব|


সাম্রাজ্য লালসা বাড়ে,বাঁচার লড়াই
আগলে রাখিয়া নিজ, নিবিড় টানেই
মহাপ্রলয় দুয়ারে! তবুও বড়াই!
জীবন ছন্দ হীনতা, হড়কা বানেই|


ধরণীতে বিষ্ঠা রেখে পাড়ি অজানায়
অষ্টগ্রহে সন্ধানীরা- ঘরের খোঁজেই
আড়ম্বরে গৃহ পূজা নব জামানায়
কঙ্কাল রইবে পড়ে সুখের ভোজেই|


তোমার মাঝেই ক্ষুদ্র,মানবের ভুল
ক্ষমা কর গুনছে তো,চরম মাশুল|